কুমড়ো ও পাখির কথা
আমার বাংলা বই
গ্রাম থেকে দূরে বনের ধারে, নির্জন জায়গায় ছিল এক মিষ্টিকুমড়োর লতা। লতায় ছিল একটি মাত্র মিষ্টিকুমড়ো। দেখতে বেশ গোলগাল। ছোট একটি কুল গাছে জড়ানো লতায় মিষ্টিকুমড়োটা ঝুলছিল। সকাল হলো। শিশির জমে আছে ঘাস ও লতাপাতায়। [মিষ্টিকুমড়ো ও শিশির কথা বলছে।]
শিশিরঃ ও কুমড়ো ভাই,...